• রবিবার, ১৯ মে ২০২৪, ১১:৪৮ পূর্বাহ্ন |
  • English Version

হোসেনপুরে নারীদের জরায়ু-মুখ ক্যান্সার শনাক্তকরণ বিশেষ ভায়া ক্যাম্প অনুষ্ঠিত

# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বিবাহিত নারীদের জরায়ু-মুখ ক্যান্সার শনাক্তকরণ বিশেষ (ভায়া) ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ ২৪ ডিসেম্বর শনিবার বিকালে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের পানান কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গণে এই বিশেষ (ভায়া) ক্যাম্পের আয়োজন করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। ৩০-৬০ বছর বয়সী নারী অথবা যে সব নারীদের বিয়ের বয়স ১০ বছরের উপরে হয়েছে, এমন নারীদের জরায়ু-মুখ ক্যান্সার শনাক্তকরণ বিশেষ (ভায়া) ক্যাম্প হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান জিকোর সভাপতিত্বে আয়োজিত বিশেষ (ভায়া) ক্যাম্পের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম।
এতে আরও উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মো. মোসলেহ উদ্দিন খান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডা. দেবাঞ্জন পন্ডিত, পরিসংখ্যানবিদ মো. আক্তারুজ্জামান, সিনিয়র স্টার্ফ নার্স রওশন আরা, মোমতাহিনা মিতু, পাপিয়া সুলতানা, মিডওয়াইফ আলভী আক্তার, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ হুমায়ুন কবীর, স্বাস্থ্য পরিদর্শক মো. নূরুল ইসলাম, মফিজ উদ্দিন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মনোয়ারা বেগম, স্বাস্থ্য সহকারী মো. শাহীনুল ইসলাম, আব্দুল বারীক, আশরাফুল ইসলাম, তাহমিনা মমতাজ, কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি রুমানা পারভীনসহ কমিউনিটি ক্লিনিকের সিজি গ্রুপ ও সাপোর্ট গ্রুপের সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *